আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রেডটাইমস এর সম্পাদক সাংবাদিক ও কবি সৌমিত্র দেব এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
রেডটাইমস এর সম্পাদক সাংবাদিক ও কবি সৌমিত্র দেব এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

রেডটাইমস এর সম্পাদক সাংবাদিক ও কবি সৌমিএ দেব এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুরে অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি কবি ও সাংবাদিক সৌমিত্র দেব এর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার পুরাতন কালী বাড়িতে ধর্মীয় রীতি অনুসারে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও কবি সৌমিত্র দেব এর শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বাবু এডভোকেট শান্তি পদ ঘোষ,সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত, সিনিয়র সদস্য বাবু কাজল দাশ গুপ্ত , বাবু এডভোকেট অলক রঞ্জন দাশ , বাবু এডভোকেট নিত্য দাশ গুপ্ত প্রমুখ। তাছাড়াও বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শুভাকাঙ্ক্ষীরা। তাঁহারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের
ভাই পরশমনি দেব,পার্থ সারথী দেব,পিনাক পানি দেব, পরসর দেব (খেলু), প্রিয়বত্ দেব, রত্নেশ্বর দেব, প্রয়াতের বোনের স্বামী এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, ভাগিনা এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, একমাত্র ছেলে সৌভাগ্য দেব ও স্ত্রী পলা দেব । তাঁহারা সৌমিত্র দেবের আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক প্রকাশক ও অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি কবি ও সাংবাদিক সৌমিত্র দেব গত (১৫ এপ্রিল) মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪বছর।মৃত্যুকালে তাঁহার স্ত্রী,এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁহার মৃত্যুতে মৌলভীবাজার জেলায় এক শোকের ছায়া নেমে আসে । কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনি লিখতেন তিনি।

সৌমিত্র দেবের নিথর দেহ তাঁর জন্মশহর মৌলভীবাজার নিয়ে যাওয়া হয়। মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁহার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এর আগে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে ‘রেডটাইমস্’ পরিবার গভীর শোকাহত এবং তাঁহার পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টির বেশি। কবিতার জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি।সাংবাদিকতার পাশাপাশি তিনি অভিনয়ও করতেন।