আজ বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০১:৩৩ অপরাহ্ণ
কনস্টেবল নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ- সেপ্টেম্বর ২০২৪ উপলক্ষে পুলিশের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষা উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।
আগামী ০৪, ০৫ ও ০৬ নভেম্বর মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা(Physical  Endurance Test) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় টিআরসি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোঃ শামসুল হক।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা বলেন, “সময়ের সাথে সাথে বাংলাদেশ পুলিশের রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনেক আপডেট হয়েছে। আমাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে, আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, ”কোন রকম বিতর্ক ছাড়া, কোন রকম অভিযোগ ছাড়া আমাদেরকে এই রিক্রুটমেন্টের প্রাথমিক ধাপ শেষ করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোন ধাপে আমাদের যাতে কোন ভুল না হয়, কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি পুলিশ সুপার খালেদা ইয়াসমিন,নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্ব প্রাপ্ত পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।