প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডসহ তিনটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেড় ঘন্টাব্যাপী চলমান এই লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৪৭৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
পুলিশ সুপার লিখিত পরীক্ষা শেষে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সবাইকে প্রতারক চক্রের প্রলোভন থেকে দূরে থাকা এবং মৌখিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার আহবান জানান।
পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.