প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে ইয়াবাসহ আটক-১
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সত্য দেবনাথ (৪১) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ থানাধীন চৈত্রঘাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম চৈত্রঘাট বাজারের মকবুল ম্যানসন মার্কেটের সামনে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে। এসময় আটককৃত ব্যক্তির পরনের প্যান্টের পকেটে থাকা দুইটি পলিব্যাগের ভেতরে রক্ষিত মোট ২১০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত সত্য দেবনাথ কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের মৃত জগন্নাথ দেবের ছেলে।
এই ঘটনায় তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.