টাইমস নিউজ
নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী বলেছেন, বিজয় দিবসে কোন নিরাপত্তা ঝুঁকি নেই । তিনি বলেন, জুলাই-আগস্ট মামলার ইস্যুতে কোনো চাঁদাবাজে পুলিশ ও রাজনৈতিক নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।
এ সময় পুলিশের মনোবল ফিরে আসার কথা জানিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে যানজটের বিষফোড়া অটোরিকশা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল। কেউ আইন মানতে চায় না, বেপরোয়া মোটর সাইকেল। একটি ফ্যামেলি একটি বাইকে চলাচল করে যা খুবই বিপজ্জনক।
তিনি বলেন, রাজধানীতে ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে যা নিয়ে কাজ করা হচ্ছে। টহল বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও বিজয়দিবস ও থার্টি ফার্স্ট নাইটে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে, নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা থাকার কথা বলেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.