রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে শমশেরনগর টু ব্রাহ্মণ্যবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট পরিচালনাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন শ্রীমঙ্গল থানাধীন খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০) ও রাজেন খাড়িয়া (২৪) এবং সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, 'শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে সিএনজি অটোরিকশাসহ ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এসময় ০৩ জনকে আটক করা হয়েছে, আটককৃত সবাই শ্রীমঙ্গল থানা এলাকার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।'
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.