কামরুজ্জামান হিমু
প্রতিটি এসিল্যান্ড অফিস ও ভূমি অফিসগুলোতে দুর্নীতি রোধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নিতে একটি পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সোমবার ৪ নভেম্বর ভূমি ভবনে সচিবালয় সাংবাদিকদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় । "জনবান্ধব ভূমি সেবা গণমাধ্যম " শীর্ষক সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা ও দিকনির্দেশনা দেন। সেই বার্তা সাংবাদিকদের মাঝে থেকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন।
বাংলাদেশের প্রতিটা এসিল্যান্ড অফিস ও তহসিলদার ভূমি উপসহকারী কর্মকর্তাদের নজর বাড়ানো উচিৎ। ভূমি উপদেষ্টার গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে। এসিল্যান্ডের উদ্দেশ্য করে তিনি বলেন, জীবনে প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ জব বিসিএস দিয়ে আরম্ভ করে তার জীবন এখানে তিনি পবিত্র ভাবে থাকলে তার বাকি জীবন সৎভাবে কেটে যাবে। তার এসিআরএ দাগ পড়বে না। কেউ সরাসরি দুর্নীতির সাথে জড়িত হলে তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। সাধারণ বিষয় হচ্ছে দুর্ভোগ, দুর্নীতি, তদারকি । ভূমি রেজিস্ট্রি করতে গেলে বড় ভোগান্তি হয় । ভূমি রেজিস্ট্রি আইন মন্ত্রণালয় অধীনে খুব দ্রুত এটি ভূমি মন্ত্রণালয় নেওয়ার প্রক্রিয়া চলছে। অর্পিত সম্পত্তি রায় নিয়ে তিনি বলেন সেখানেও ভোগান্তি কমাতে হবে । যখন আদালত যার পক্ষে রায় দেবেন তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন আগামীতে নাগরিক সেবা সহায়তা কেন্দ্র চালু হবে। এর জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে । কিছু আইন যুক্ত হচ্ছে। যাতে নামজারি করতে ১১৭০ টাকা বেশি কেউ যাতে না দেন। নাগরিক ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে অনলাইনে নামজারি আবেদনও করতে পারবেন। আবেদন ফি আমরা নির্দিষ্ট করে দেব। জেলা প্রশাসক এগুলো মনিটরিং করবে।
সেমিনারে ভূমি মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তা ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিউদ্দিন মাহাতাব ও সাধারণ সম্পাদক মাসুদুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.