রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
আজ সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেডে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাদের বিভিন্ন অপারেশন এবং যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তাঁরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, 'বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে আপনারা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিলেন। আপনাদের বীরত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি।'
তিনি আরও বলেন, রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধও গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্য হিসেবে এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.