মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সৌন্দর্য রক্ষা, পর্যটক ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করে শহরকে যানজট মুক্ত রাখতে ফুটপাত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল একটি সুন্দর পর্যটন এলাকা। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ বেড়াতে আসেন। তবে শহরে নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় এবং রাস্তার পাশে ও ফুটপাতে যত্রতত্র ভাসমান দোকানপাট গড়ে ওঠায় যানজট সৃষ্টিসহ পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। তিনি যানজট নিরসন ও শহর সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও জানান তাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী। এই শহরে বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকের পদচারণা থাকে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে বিভিন্ন স্পটে পর্যটকরা ঘুরতে যান। ফুটপাত দিয়ে চলাচল করতে নানা সমস্যায় পড়তে হয়। সে বিষয়টি আমলে নিয়ে আমরা প্রায় সময় শহরের রাস্তার পাশে ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট অভিযান করা হয়। আজ শহরের ষ্টেশন রোড,মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোডের রাস্তার পাশে গড়ে ওঠা ভাসমান দোাক-পাট সরানো হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও যানজট মুক্ত রাখতে আমরা এধরনের অপসারণ করে থাকি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.