টাইমস নিউজ
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ অভিযোগে শহিদুল ইসলাম টুটুল (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
টুটুল মহানগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার বাসিন্দা।
বুধবার দিবাগত রাতে টুটুলকে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেফতার টুটুল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মহানগর ডিবি কার্যালয়েই ছিলেন। তাকে গ্রেফতারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে বুধবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও ড. এবিএম শরীফ উদ্দিন।
এজাহারে তিনি বলেছেন, গত সোমবার ওই ব্যক্তি তাকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- ফোন করা ব্যক্তি ড. শরীফ উদ্দিনকে বলেন- রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। ড. শরীফ উদ্দিনের অবস্থান এবং চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে।
এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ওই ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তার লোক গিয়ে নগদ টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পরই তথ্য-প্রযুক্তির সাহায্যে টুটুলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। টুটুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা তা ডিবি পুলিশ নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, মামলা দায়েরের পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও টুটুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.