আজ সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে আইনজীবীকে শুনানি করতে দিলেন না কামরুল ইসলাম

editor
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:০৮ অপরাহ্ণ
আদালতে আইনজীবীকে শুনানি করতে দিলেন না কামরুল ইসলাম

Sharing is caring!

কামুরুজ্জামান হিমু 

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।একই মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান।

সোলায়মান সেলিমের পক্ষে অ্যাডভোকেট প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করলেও কামরুল ইসলাম তার আইনজীবীকে জামিন শুনানি করতে দেননি।

এ মামলায় গত ১৮ ডিসেম্বর তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। ওই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন।হামলায় যুবদল নেতা শামীম নিহত হন।এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।