প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ
লোহাগাড়ায় জনতার হাতে মাদক ব্যবসায়ী আটক
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২ জন মাদক ব্যবসায়ি আটক হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ তেইল্লাফিল নামক স্থান থেকে স্থানীয় ইসলামি দিশারি সংঘ নামক সংগঠনের সদস্যরা ওই মাদক ব্যবসায়িদের হাতেনাতে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়িরা হলেন, মো: আইয়ুব (৩২) ও মেহেদী হাসান (২৫), তারা উভয়ই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালীয়া পাড়া এলাকার মৃত জানে আলমের পুত্র।
ইসলামি দিশারি সংঘ'র সদস্য হাবিবুল্লাহ মিজবাহ জানান, দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারির খবর পেয়ে আসছি। সাধারণ জনগণ তাদের এ কর্মকাণ্ডে অতিষ্ঠ। নিরাপত্তার ভয়ে তাদের কেউ কিছু বলতে সাহস পায়নি কখনও। অনেকদিনের প্রচেষ্ঠার পর ওই মাদক ব্যবসায়িদের আটক করতে সক্ষম হয়েছি। পরে সেনাবাহিনীকে খবর দিলে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম এর একটি টিম আসে। পরে লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতায় আটককৃত মাদক ব্যবসায়িদের থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
আটককৃত মাদক ব্যবসায়িদের সম্পর্কে এসআই মোহাম্মদ কামাল হোসেন জানান, আসামীদের কাছ থেকে প্রায় ৯০ গ্রাম গাজা পাওয়া যায়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে মাদক ব্যবসা সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে আসামীরা। পূর্ণ তদন্ত সাপেক্ষে তারাসহ জড়িতদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.