আজ বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়িতে পুলিশের অভিযানে বালুভর্তি ট্রাক ও ড্রাইভার আটক

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ণ
ফুলছড়িতে পুলিশের অভিযানে  বালুভর্তি ট্রাক ও ড্রাইভার আটক

Sharing is caring!

রাজু সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা ফুলছড়িতে পুলিশের অভিযানে অবৈধভাবে বালু পরিবহণ করার দায়ে বালুভর্তি ট্রাক জব্দ ও ট্রাকের ড্রাইভার আব্দুল মালেককে (৩৩) আটক করেছে থানা পুলিশ।

শনিবার দুপুরে ফুলছড়ি থানার এস.আই জাকারিয়ার  নেতৃত্বে উপজেলা গাইবান্ধা বালাসী সড়কের হোসেনপুর তেঁতুলতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় শক্তিশালী একটি সিন্ডিকেট। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে বালুখেকোরা নদে ড্রেজার মেশিন বসিয়ে ট্রাক, ড্রাম ট্রাক, মাহিন্দ্র ও ভটভটি দিয়ে অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার টন বালু উত্তোলন ও পাচার করছে। এতে করে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ফসলি জমিও হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ অভিযান করছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘জব্দ ও আটক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আইন অমান্যকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’