আজ শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ণ
ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Sharing is caring!

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা এর নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবু হুসাইন ও মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলার সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।