আজ মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৯ অপরাহ্ণ
লোহাগাড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান সামনে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী-ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার মনিটরিং ও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় তিনটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও বাজারের অধিকাংশ দোকান পরিদর্শন করেন।
এসময় উপজেলা ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বটতলী স্টেশনে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যে মেয়াদ উত্তীর্ণ ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায়, দোকানে মূল্য তালিকা না টাঙানো না থাকায় মদিনা বটতলী স্টেশনের তানজিমের মালিকানাধীন মদিনা স্টোর কে ২০হাজার টাকা, ফরিদের মালিকানাধীন ফরিদ স্টোরকে ১০হাজার টাকা এবং আবু হানিফের মালিকানাধীন জাফর স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৩৫হাজার টাকা জরিমানা করা হয়। দ্রব্যমূল্য সহনশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।নিত্যপণ্যের বাজারদর সহনশীল রাখার লক্ষ্যে জনস্বার্থে বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।