আজ বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৬:১৪ অপরাহ্ণ
লোহাগাড়ায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

oplus_2

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নস্থ বিভিন্ন এলাকার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
উক্ত অভিযানে ২২ লক্ষ টাকা জরিমানাসহ ৭টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। দন্ডিত ইটভাটার মধ্যে ২টি গুঁড়িয়ে দেয়া হয়। সেগুলো হল মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ও মেসার্স মা-ব্রিকস ম্যানুফ্যাকসারিং। এ ছাড়া জরিমানা আদায়পূর্বক কার্যক্রম বন্ধ করে দেয়া হয় মেসার্স শাহ আমানত ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স পদ্মা ব্রিকস ম্যানুঃ- কে ৭ লক্ষ টাকা, মেসার্স খাজা ব্রিকস ম্যানুঃ-কে ৫ লক্ষ টাকা, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস ম্যানুঃ-কে ৫ লক্ষ টাকা।
একই সময় মেসার্স এএইচ ব্রিকস-এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুল রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন এবং পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-৭ ও লোহাগাড়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।