কামরুজ্জামান হিমু:
ঢাকার সাভারের তুরাগ নদীর পাশে বনগ্রাম চকে কেবিসি ৬ অবৈধ ইটভাটাটি মহামান্য আদালতে নির্দেশে বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারী)অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ ইটভাটার অভিযান পরিচালনা করেন আমিনবাজার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাত্তার। কেবিসি ৬ ইট ভাটাটি বছরের পর বছর থেকে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছেন উক্ত ইটভাটার মালিক কর্তৃপক্ষ।
একটি ইটভাটা বৈধভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার তার কোনটাই কেবিসি - ৬ এর মালিক পক্ষ দেখাতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষা থাকার পর বেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কেবিসি ৬ ইট ভাটাটি। এবং সতর্ক করে দেওয়া হয় আগামীতে কোন কার্যক্রম পরিচালনা করতে না পারে।
মহামান্য হাইকোর্টের নির্দেশ চার সপ্তাহের মধ্যে ঢাকার আশেপাশে যেসব অবৈধইটভাটা গুলো রয়েছে সেগুলো কোন কার্যক্রম বন্ধ ও গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ও কার্যক্রম পরিচালনা করতে পারবে না। মহামান্য হাইকোর্টও নির্দেশ দিয়েছেন অবৈধ ইটভাটা বন্ধের।
একটি ইটভাটা বৈধভাবে ব্যবসা পরিচালনা করার জন্য সঠিকভাবে প্রথমত তাদেরকে পরিবেশের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন, বার্নিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, জয়েন স্টকের সার্টিফিকেট, কৃষি ছাড়পত্র এবং ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। কিন্তু উপরোক্ত একটি কাগজও উক্ত ইটভাটায় নেই। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর একটি কাগজও ম্যাজিস্ট্রেটকে দেখাতে পারেনি।
অবৈধ ইটভাটাগুলো ঢাকা ও ঢাকার আশেপাশে পরিবেশের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এইসব ইটভাটা দেখে কালো ধুয়া , মারাত্মক বিষাক্ত ধুয়া পরিবেশ ও মানুষের শ্বাস প্রশ্বাসে জমাট বেঁধে গলায় রক্তনালী সংকুচিত করে ফেলে।
উল্লেখ্য যে কিছুদিন আগে পৃথিবীর সবচাইতে বিষাক্ত শহর সবাইকে টপকে ঢাকা শহরের নাম আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। নড়ে চড়ে বসেছে পরিবেশবিদরা যারা পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের একটি আশা ও প্রচেষ্টা হচ্ছে দূষণমুক্ত ঢাকা শহর ।
কেবিসি- ৬ ইটভাটা মালিক সাভার উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের নাম বলেছে ইটখোলায় যারা নিয়োজিত ছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.