আজ মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৪

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৪

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়ারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি উত্তরপাড়ার মৃত আফসার উদ্দিন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. গফুর শেখ (৬০), মুক্তারপুর ইউনিয়নেরপোটান গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. আমির হোসেন (৪৫) এবং কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সানোয়ার আল সানি ইফতি (২৫)।
সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফুলদি গ্রামের জনৈক ছাদেক খানের আম বাগানে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করা হয়েছে।  পরে সেই মামলায় গ্রেফতারকৃতদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।