Sharing is caring!

ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রাক্তন ছাত্রদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে ঊষ্ণ আতিথিয়েতায় অনুষ্ঠিত ইফতারের এই মিলনমেলায় অংশগ্রহণ করেন স্কুলের ১৯৬৪ সা্ল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এস এস সি পাশ করা ছাত্ররা। ধর্মীয় ভাব-গাম্ভির্য্যের মধ্যে আয়োজিত এই ইফতারে পরিবেশোন করা হয় মুখরোচক ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশী ইফতার। প্রাণবন্ত পরিবেশে স্কুলের সকল প্রাক্তন ছাত্ররা আসর ও মাগরিবের নামায জামাতে একসাথে আদায় করে । এই সৌহার্দ্যের ইফতারে প্রায় ৯০০ জন ছাত্র এবং স্কুলের প্রাক্তন ও বর্তমান ৬০ জনের অধিক শিক্ষক অংশ নেন। গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন OLsA – ২০২৪ এর নির্বাচনে নির্বাচিত কমিটির সুচারূ কর্মপরিকল্পনায় এই বিশাল ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়। আবেগঘন ও আন্তরিক পরিবেশের এই আয়োজন যতটা না ছিল সাংগঠনিক, তারচেয়ে বেশি ছিল স্কুলের বিভিন্ন ব্যাচের ছাত্রদের সম্মান, ভালোবাসার আর স্নেহের বহিঃপ্রকাশ।

সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম( তাশফী), স্টাফ রিপোর্টার