আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সুস্থ হয়ে ওঠছেন শিল্পী তপন চৌধুরী

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ণ
সুস্থ হয়ে ওঠছেন শিল্পী তপন চৌধুরী

Sharing is caring!

 

গোপেন দেব, কানাডা থেকে :

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ক’দিন হাসপাতালবাসের পর এখন মন্ট্রিয়লের নিজ বাসায় বিশ্রামে আছেন বিশিষ্ট শিল্পী তপন চৌধুরী। তিনি পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সেবা যত্ন, পরিচর্যায় ভালো আছেন, সুস্থই আছেন এখন।
আজ সন্ধ্যায় তাঁর বাসায় তাঁকে দেখতে আসা বন্ধুদের নিয়ে গল্পে মেতেছিলেন সেই চিরায়ত অভ্যাসে। তাঁকে দেখে আর কথা শুনে মনেই হয় নি ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে ক’দিন আগে তাঁর শরীরের ওপর!
উল্লেখ্য, আমেরিকায় একটি অনুষ্ঠান করে মন্ট্রিয়লে ফেরার পর বুকে ব্যথা নিয়ে শিল্পী তপন চৌধুরী গত সপ্তাহে হাসপাতালের ইমার্জেন্সিতে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরী ভিত্তিতে তাঁর হার্টে রিং বসাতে হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠছেন তিনি।
পুরোপুরি সুস্থ হয়ে ওঠার স্বার্থে চিকিৎসকরা তাঁর কিছুদিন পূর্ণ বিশ্রাম ও আপাতত দর্শনার্থী এড়িয়ে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানালেন তাঁর স্ত্রী শর্মিলা চৌধুরী সোমা।