আজ সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অহনা রহমান এর বন্দি ভালোবাসা

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ণ
অহনা রহমান এর বন্দি ভালোবাসা

Sharing is caring!

টাইমস নিউজ 

অভিনেত্রী অহনা রহমান সিনেমায়ও কাজ করেছেন। তবে নাটকেই থিতু হয়েছেন একসময়। বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না। ইউটিউবকেন্দ্রিক নাটকেই তার ব্যস্ততা।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের কাজ করেছেন এ অভিনেত্রী। বন্দি নামের এ নাটকটি পরিচালনা করেন জিয়া উদ্দিন আলম। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। নাটকটিতে একজন যৌনকর্মীর চরিত্রে রুপদান করেছেন অহনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যেন যা মানুষের হূদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প এটি। একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি কিংবা সেড স্টোরিও বলা যায়। একইসঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, একজন মানুষ যখন কারও কাছে আশ্রয় চায়, আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয়, এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এ নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন। আশাকরি সবার ভালো লাগবে।

নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। এদিকে এ অভিনেত্রী বিয়ে করেছেন, এবং গর্ভবতী বলে গুঞ্জন রটেছিল। বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছেন।