আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ট্যুরিজম স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ট্যুরিজম স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

Sharing is caring!

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বিকাশে সংশ্লিষ্ট  স্টেকহোল্ডারদের সাথে  ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোন এর আয়োজনে শ্রীমঙ্গলের রাধানগরস্থ প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট-এর হলরুমে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পর্যটনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে ট্যুরিস্ট পুলিশের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সভাপতিত্ব করেন সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান চৌধুরী।

আলোচনা সভায় ট্যুরিজম স্টেক হোল্ডারদের মাঝে বক্তব্য রাখেন, খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি’র মান্ত্রী ফিলা পতমী, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র মান্ত্রী জিডিশন প্রধান সুছিয়াং,

কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, রাধানগর পর্যটন কল্যাণ পরিষদ এর সদস্যসচিব মোঃ তারেকুর রহমান পাপ্পু, শ্রীমঙ্গল হোটেল-রিসোর্ট ওনার্স এসোসিয়েশন এর সদস্যসচিব  মোঃ শহিদুল হক, স্মার্ট ট্যুরিজম এর সত্ত্বাধিকারি সাংবাদিক এম এ রকিব, বৈশাখী ট্যুরিজম এর স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম রুম্মন,  ৭১ টিভির মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, বন বিভাগের এসিএফ জামিল মোহাম্মদ খান, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি’র (সিএমসি) কোষাধ্যক্ষ জনক দেববর্মা, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ জামিল মোহাম্মদ খান,  সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফি, শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যান্ড গাইড এসোসিয়েশন এর যুগ্ম সাধারন সম্পাদক তাপস দাশ, আদিবাসী নেত্রী মিতু রায়, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ইসলাম বাপ্পি প্রমুখ।