ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা এর প্রাক্তন ছাত্রদের এলামনাই সংগঠন OLsA - ২০২৪ এর নির্বাচনে নির্বাচিত সকল এক্সিকিউটিভ মেম্বার- তন্ময় (ল্যাব’০১), মাহিন(ল্যাব’০৬), শশী (ল্যাব’১০), অদম্য (ল্যাব’১১), ফাহিম (ল্যাব’১১), নিয়ন (ল্যাব’১৩), মুহাইমিন (ল্যাব’১৩), শাওন (ল্যাব’১৪) ও কালচারাল সেক্রেটারি সৌম্য (ল্যাব’০৩), স্পোর্টস সেক্রেটারি মাসুদ (ল্যাব’০৫) এবং জয় (ল্যাব'১১) এর ব্যবস্থাপনায় “তারুণ্যের জয়গান” শিরোনামে এই পিকনিক এর আয়োজন করা হয়।
৩ জানুয়ারী, ২০২৫ শুক্রবার ঢাকার অদূরে হরিনাগ্রাম, রূপগঞ্জ (মাদানি এভিনিউ ১০০ ফিট দিয়ে সোজা জলসিড়ি ব্রীজ পার হয়ে হাতের ডানে) এর মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এই দিনব্যাপী আয়োজনে শীতের কুয়াশা ভেদ করে ভোর থেকেই ঢাকা থেকে হরিনাগ্রাম, রূপগঞ্জ এ আসা শুরু করেন স্কুলের প্রাক্তন ছাত্ররা।প্রাণবন্ত আড্ডাতে মেতে উঠেন স্কুলের ১৯৬৪ সা্ল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এস এস সি পাশ করা ছাত্ররা, যারা দেশ-বিদেশে নিজেদের কর্মক্ষেত্রে সফলতার ছাপ রেখে চলছে। দিনব্যাপী দেশীয় খাবারের আয়োজন, খেলাধুলা ,আড্ডা, গান আর স্মৃতিচারণে সকলে ফিরে গিয়েছিল নিজেদের ফেলে আসা স্কুলের ছাত্রজীবনে। যান্ত্রিক নগরজীবনের ব্যস্ততা একটা দিনের জন্য ভুলে , হারিয়ে গিয়েছিল সবুজের মাঝে।
সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম (তাশফী), স্টাফ রিপোর্টার
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.