আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অংশীর হেমন্ত সন্ধ্যা, গুণীজনদের প্রানবন্ত সম্মিলন

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ণ
অংশীর হেমন্ত সন্ধ্যা, গুণীজনদের প্রানবন্ত সম্মিলন

Sharing is caring!

টাইমস নিউজ 

 

রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশীর হেমন্ত সন্ধ্যায় গুণীজনদের প্রানবন্ত সম্মিলন। সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর ঐতিহ্যবাহী দেশীয় পণ্য গামছাকে উত্তরীয় হিসেবে সম্মানিত অতিথিদের গলায় পরিয়ে দিয়ে বরণ করে নেয়া হয়। সাথে ছোট্ট উপহার কলম দেয়া হয়।

 

ওয়াসার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ডক্টর গোলাম মোস্তফার সভাপততিত্বে অনুষ্ঠান শুরু হয়। কথাসাহিত্যিক মনি হায়দারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অংশীর সহ সভাপতি হুমায়ুন কবির। বিশিষ্ট নারী উদ্যোক্তা ডলি হাফিজ ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক কথা বলেন।

 

প্রবীণ বয়সে মানুষের শারীরিক ও মানসিক পরিচর্যায় কিভাবে দীর্ঘ জীবন নিয়ে সুস্থ্য থাকা যায় এ বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশের বিউটি পার্লার জগতে বিপ্লব ঘটানো প্রথম বিউটিশিয়ান জেরিনা আজগর। বীর মুক্তিযোদ্ধা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ইসহাক খান অংশী যখন ১৯৯৮ সালে প্রায় শতাধিক নারী সূতাকর্মী নিয়ে বুটিক্স শিল্প গড়ে তোলে, সেইসব মজার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ইসহাক খান। আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ,সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক ও সম্পাদক মঈনুদ্দিন কাজল, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্ণা রহমান,কথাসাহিত্যিক, সম্পাদক শেলীসেন গুপ্তা, অংশীর সহ সভাপতি কবি নূরে আক্তার, অংশীর সমাজকল্যাণ সম্পাদক অভিনেত্রী আরজুমান আরা বকুল, শিল্পপতি নবী নেওয়াজ খান বীণু,শিল্পপতি শাহাবুদ্দিন চিশতী, নারী লেখক সোসাইটির সহ সভাপতি সিগমা আউয়াল,মেজর মিজানুর রহমান, অংশীর প্রতিষ্ঠাতা সভাপতি শিশুসাহিত্যিক শ্যামলী খান, অংশীর সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম ও মেঘনা ফাউন্ডেশনের চেয়ারম্যান উদ্যোক্তা কুমকুম ফকির।

 

কবিতা আবৃত্তি করেন সরকারি কর্মকর্তা কবি মালেক মুস্তাকিম, কবি রশীদ কামাল ও শুভজনের সাধারণ সম্পাদক কবি তরুণ রাসেল।
সঙ্গীত পরিবেশন করেন অংশীর সাংস্কৃতিক সম্পাদক বারী দেওয়ান হৃদয়,আলিয়া তারান্নুম ও সিলভিয়া। অনুষ্ঠানটির আলোকচিত্রে ছিলেন রয়টার্স পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক রফিকুর রহমান।

 

 

সবশেষে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।