সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সকলের জন্য বিজ্ঞান চর্চার সৃজনশীল আয়োজন “7th Laboratorians National Science Festival 2025” শেষ হতে যাচ্ছে আগামীকাল।
৩ দিনের এই ইভেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত অনলাইন গেমস VALORANT টুর্না’মেন্টের ফাইনাল পর্যায়ের
খেলা , যা সরাসরি অনুষ্ঠিত হয় স্কুলের ক্যাম্পাসে,যেখানে দেশসেরা দলগুলো প্রতিযোগিতায় নামে ৫০,০০০ টাকা পুরস্কার জেতার লক্ষ্যে।
শহুরে ব্যস্ততার ভীড়ে আর স্কুলগুলোর নতুন শিক্ষা বর্ষের শুরুতেই হচ্ছে Science Club of The Laboratorians আয়োজিত 7TH Laboratorians National Science FESTIVAL-2025 ,যা কিনা জানুয়ারি মাসের ১৬ তারিখ শুরু হয়ে চলবে ১৮ তারিখ পর্যন্ত।
এই আইয়োজনের শেষ দিন থাকছে প্রজেক্ট,লুনার্ ,ম্যাগাজিন স্ক্রাপবুক এক্সিবিশন,অ্যাস্ট্রোনমি অলিম্পিইয়া, সাই- ফাই মুভি কুইজ্,সাই- ফাই স্টোরি রাইটিং ও ক্লোজিং সেরেমনি । যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী, বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান সংগঠক ডক্টর মুহাম্মদ ইব্রাহীম স্যার।
বছরের প্রথম এই সায়েন্স ফেস্টের গর্বিত অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে আছে www.redtimes.com.bd।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.