আজ রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটের বস্তার গোডাউনে আগুন , ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৮:২৮ অপরাহ্ণ
পাটের বস্তার গোডাউনে আগুন , ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে

Sharing is caring!

টাইমস নিউজ 

 

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বড়বাজার স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, খুলনার বড়বাজার স্টেশন রোডের মেসার্স আহসান উল্লাহ নামে পাটের বস্তার গোডাউনে আগুন লাগে রাত ১০টার পর। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগা সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ৭টি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। আগুন সম্পূর্ণ ছড়িয়ে যেতে দেইনি। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে, যেহেতু বস্তার মধ্যে পানি ঢুকতে চায় না। বস্তার ভেতরে আগুন আছে। লাখ লাখ বস্তা রয়েছে। তবে আগুন আর বাড়তে পারবে না। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।