Sharing is caring!

টাইমস নিউজ
রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম একে খন্দকার’ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার বাহিনীর ঘাঁটিতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীরউত্তমের পরিবারবর্গ নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী বিমানবাহিনী প্রধানগণ, বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম একে খন্দকারের এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর এবং জাতির ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরউত্তমকেও স্মরণ করেন।