টাইমস নিউজ
রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম একে খন্দকার’ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার বাহিনীর ঘাঁটিতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীরউত্তমের পরিবারবর্গ নামকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী বিমানবাহিনী প্রধানগণ, বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম একে খন্দকারের এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর এবং জাতির ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীরউত্তমকেও স্মরণ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.