Sharing is caring!
টাইমস নিউজ
ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা জানান, তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে পারবে। তিনি ব্যাখ্যা করে বলেন, তাকে যখন মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়, তখন উভয়দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল। কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করত, তাহলে তখনই তারা বলত।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ড. ইউনূস জানান, তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন।
তিনি বলেন, আমি তাকে বলেছি এটা (সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ) সবটাই মিথ্যা কথা, প্রোপাগান্ডা। এটা দেখতে হলে ভারতীয় সাংবাদিকদের এখানে পাঠান। এটা তো উন্মুক্ত জায়গা, সাংবাদিকরা এসে দেখুক, কোথায় যেতে চায় যাক। বাধা দেবে না কেউ। তারপর ভারতীয় সাংবাদিকরা আসতে শুরু করলো, কিন্তু ন্যারেটিভ পরিবর্তন হলো না।