প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ
অগ্রণী আর্ট এন্ড কালচারের ব্রিটিশ রাজা কর্তৃক কিং এ্যাওয়ার্ড প্রাপ্তিতে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ উল্লাস
প্রবাসী প্রতিনিধি:
অগ্রণী আর্ট এন্ড কালচার বার্মিংহামভিত্তিক সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডসের একটি সহযোগী সাংস্কৃতিক সংগঠন। সম্প্রতি এই সংগঠন গ্রেট ব্রিটেনের রাজা কর্তৃক কিং এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের লর্ড ল্যাপ্টেনেন্ট ডেরিক এন্ডারসন সিবিই এক চিঠির মাধ্যমে অগ্রণী আর্ট এন্ড কালচারের প্রেসিডেন্ট শেবুল চৌধুরীকে বিষয়টি অবহিত করেন।
এ উপলক্ষ্যে ১৪ নভেম্বর বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অগ্রণীর পক্ষ থেকে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অগ্রণী আর্ট এন্ড কালচারের সভাপতি সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরী।
সংগঠনের জেনারেল সেক্রেটারি রাশিয়া খাতুনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা যুবরাজ, গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) এর সেক্রেটারি জেনারেল আলহাজ্জ্ব খসরু খান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, সাপ্তাহিক বাংলা কাগজের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপক শাকিরুল ইসলাম চৌধুরী শাহীন, ডাঃ আব্দুল খালিক, ম আ কাদির, মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সাধারণ সম্পাদক কবি ও সম্পাদক অধ্যাপক সৈয়দ মাসুম, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ রব্বানী, বি অন টিভির সিইও আব্দুল মঈন চৌধুরী সুমন, এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী জয়নাল ইসলাম, লিটলম্যাগ স্বচিন্তার সহকারী সম্পাদক ও উপস্থাপক নোমান আল মনসুর প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত সবাই ব্রিটেনের রাজা কর্তৃক অগ্রণীর এই সম্মাননা প্রাপ্তির খবরশুনে এটিকে বাঙালি কমিউনিটির ধারাবাহিক প্রাপ্তির আরও একটি মাইলস্টোন বলে উল্লেখ করেন এবং এই ধরনের গৌরবজনক অর্জন কমিউনিটির বিকাশ ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও মিডল্যান্ডসের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পরে ভুরিভোজ, ফটো সেশন আর মিষ্টান্নমুখের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.