আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে উগ্রবাদ-অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এমপিদের চিঠি

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৫:২০ অপরাহ্ণ
বাংলাদেশে উগ্রবাদ-অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এমপিদের চিঠি

Sharing is caring!

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ,

বাংলাদেশে উগ্রবাদের উত্থান ও আরো রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় গ্রুপের (এপিপিজি) ওই সদস্যরা গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দুই হাজারের বেশি নৃশংসতার তথ্য সংগ্রহ করেছেন। সম্প্রতি তারা এসংক্রান্ত প্রতিবেদনের ওই চিঠি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন।
যুক্তরাজ্যের দি ইনডিপেনডেন্ট পত্রিকা গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চিঠিতে কমনওয়েলথবিষয়ক সর্বদলীয় গ্রুপের এমপিরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার হয়তো পূর্ববর্তী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় গ্রুপের সদস্যরা বাংলাদেশের দ্রুত অবনতিশীল পরিস্থিতি তুলে ধরেছেন। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে তারা বলেছেন, যুক্তরাজ্যকে বিশ্বে আরেকটি সংকট দেখতে হতে পারে।এপিপিজির এমপিরা বলেছেন, ‘প্রমাণ পাওয়া যাচ্ছে যে কট্টর ইসলামপন্থীরা ক্রমেই রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দৃশ্যমান হয়ে উঠছে।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এপিপিজির সদস্যদের পাঠানো চিঠি ও প্রতিবেদনের বরাত দিয়ে দি ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে যেকোনো সংকটের প্রভাব যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের উপর পড়তে পারে। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির সংখ্যা ছয় লাখ ৪৪ হাজার ৮৮১ জন, যা সেখানের মোট জনসংখ্যার ১.১ শতাংশ। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের প্রভাব ব্রিটিশ রাজস্ব প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর পড়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা। বাংলাদেশ নিয়ে সহিংসতার রিপোর্ট নিয়ে টিউলিপ সিদ্দিকীর নাম ব্যবহৃত হয়েছে বলেও খবরে জানা যায়।বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে এপিপিজি চেয়ারম্যান ও টোরি এমপি অ্যান্ড্রু রোজিনডেল বলেন, ‘এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ কমনওয়েলথ অংশীদারদের প্রভাবিত করে এমন সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের প্রচেষ্টার একটি পদক্ষেপ হবে।’