প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
৫ দিন ধরে জুড়ীর বটুলী চেকপোস্টে আমদানি-রপ্তানি বন্ধ
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় বটুলী শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বটুলী শুল্ক স্টেশন দিয়ে কোনো মালামাল আমদানি বা রপ্তানি হয়নি।
বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, গত শুক্রবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুব নগরে ইসকন সদস্যরা বিটুলি শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে মালামাল আটকে পড়ে বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে।
বিটুলি সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে যেমন পন্য আসছে না তেমনি বাংলাদেশ থেকেও কোন পন্য যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, গত শুক্রবার থেকে ভারতে ইসকন সদস্যদের বাঁধায় বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতীয়দের বাংলাদেশে আসা যাওয়া কার্যক্রম অব্যাহত আছে। এসময় তিনি আরো জানান, আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.