আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাণ্ডা বাতাসে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ০১:৫৩ অপরাহ্ণ
ঠাণ্ডা বাতাসে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি

Sharing is caring!

অনলাইন ডেস্ক:

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে,তুষারাবৃত পাহাড় থেকে ঠাণ্ডা বাতাস এসে পুরোপুরি কাঁপিয়ে দিল ভারতের রাজধানী নয়া দিল্লীকে ।

একধাক্কায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। একই সঙ্গে কাঁপছে শ্রীনগর, শিমলা, মানালির মতো উত্তর ভারতের বিভিন্ন জায়গা। আশঙ্কা রয়েছে তুষারপাতের।

 

তবে ডিসেম্বরে দিল্লির ইতিহাসে তাপমাত্রা সবচেয়ে কমে গিয়েছিল ১৯৩০ সালে। সেদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি।

হিন্দুস্তান টাইমস আরো বলে, শুধু দিল্লি নয়, প্রবল শীতে কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাও। শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে গেছে। হাড় কাঁপানো ঠাণ্ডায় জমে যাচ্ছেন পর্যটকরা। তবে সেই আবহাওয়া উপভোগও করছেন তারা।