প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ১:৫২ অপরাহ্ণ
ইংল্যান্ডের কভেন্ট্রি সিটিতে ৫৩ তম বিজয় দিবস উদযাপন
বিশ্বজুড়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার প্রয়াসে ইংল্যান্ডের কভেন্ট্রি সিটিতে যথাযোগ্য মর্যাদায় এবারের ৫৩ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে ।
স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষের কাছে বিজয় দিবসের মর্যাদা তুলে ধরতে সকালে কভেন্ট্রি সিটি কাউন্সিলের সম্মুখে উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। পরে সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান বিজয় সন্ধ্যা।কভেন্ট্রি সিটি কাউন্সিলের চেম্বার ভবন সোমবার সন্ধ্যায় মুখরিত হয়ে উঠে বিজয় উল্লাসে। ভয়েস ফর কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত বিজয়ের ৫৩ সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো দর্শনীয়। কাউন্সিলর মায়া আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর দেওয়ান আলী আজগরের পরিচালনায় প্রথমেই পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের উপর নির্মিত তথ্যচিত্র।
বাংলাদেশের ৫৩তম জন্মদিনে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে শাহিন আহমেদ ও বাদশা মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপস্থিত স্থানীয় কাউন্সিলর রাম লাখা, কাউন্সিলর জিম ওবয়েল, কাউন্সিলর নাঈম আখতার, কাউন্সিলর রূপিন্দার সিং, কাউন্সিলর ছেই, কাউন্সিলর বেয়া প্রমুখ।
এছাড়াও বাঙালি কমিউনিটির পক্ষে কাউন্সিলর আব্দুল জব্বার, মকদ্দছ আলী, রুহুল আমিন, আফজাল খান লাকি, হোসেন আহমেদ, মোশাররফ হোসেন, কাউন্সিলর সানজিদা জব্বার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালুকদার রায়হান,শিমু মানসুরা, প্রফেসর আজিজুর রহমান তফাদার, দবিরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আগতদের কবিতা পাঠ পাশাপাশি রমিজুর রহমান ও মিলাওয়াত এমজের পরিবেশনায় বাংলা গানের সুরে কভেন্ট্রি কাউন্সিল ভবনে এক ভিন্নমাত্রিক পরিবেশ সৃষ্টি হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিশ্ববাসির কাছে তুলে ধরার লক্ষ্যে এমন আয়োজন করার জন্যে আয়োজকদের সাধুবাদ জানান আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.