টাইমস নিউজ
শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
দূতাবাসে ড. ইউনূসকে স্বাগত জানান ইউএস চার্জ ডি-অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে মারা যান যুক্তরাষ্ট্রের শতবর্ষী প্রেসিডেন্ট জিমি কার্টার। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাতে বারিধারার মার্কিন দূতাবাসে যান ড. মুহাম্মদ ইউনূস।
সেখানে জিমির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসের শোক বইয়ে শোকবার্তা লেখেন তিনি। বোল্ডিনের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন ড. ইউনূস।
মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কার্টারকে গ্লোবাল চ্যাম্পিয়ন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
১৯৮৬ সালে বাংলাদেশ সফর করেছিলেন জিমি কার্টার- এ বিষয়টিও উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.