অনলাইন ডেস্ক:
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী মাসেই বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১-১২ ফেব্রুয়ারি। সেই সম্মেলনে যোগদান করবেন মোদি ও ট্রাম্প।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই রাষ্ট্র প্রধানের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনার সেরেছেন ওয়াশিংটনে। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে। জানা যাচ্ছে, এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প-মোদির বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর।
ঠিক হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদি ও ট্রাম্প । কূটনৈতিক মহলের ধারণা, আমেরিকা ও ভারতের দীপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি-ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ।
ভারতের বিশেষজ্ঞদের মত, বর্তমানে বাংলাদেশ ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত। একই সাথে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণের পর প্রতিহিংসাপরায়ণ নীতি যাতে তাঁর বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে।
এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান, স্পষ্ট রসায়ন আছে এবং তা দু-দেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান।’
সুএ: হান্ট
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.