প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
পূর্ব লন্ডনে সিপিএএম ইউকে এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক :
ব্রিটেনে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া সংগঠন ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের (সিপিএএম ইউকে) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইফতারপূর্ব আলোচনায় সিপিএএম ইউকের প্রেসিডেন্ট কাউন্সিলর সালেহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাউনটেন্ট সৈয়দ নোমানুর রশিদ।
সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিপিএএম ইউকের সাবেক সভাপতি আব্দুস সালাম, মন্জুর উদ্দিন মোর্শেদ, আখলাসুল মুমিন, সিপিএএম ইউকের উপদেষ্টা সৈয়দ জাফর, আহমেদুর রহমান আমিন, সৈয়দ করিম ছায়েম, সিলেট স্ট্রাইকার্স সহকারি কোচ রাসেল আহমদ, আব্দুল বাছিত জুনেদ, ওয়ালী আশরাফ মুরাদ, জাহিদ হোসেন ইমন, আবু আজান ইমরান, এস.কে সালাম, সাইদুর রহমান জরিফ, সোহাগ আহমদ, নজরুল ইসলাম, জুনাল সাঈদ, শাওন আহমদ, ইকবাল খান, রায়হান রাব্বি।
মঞ্জুর হোসাইনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিপিএএম ইউকের নেতৃবৃন্দ সহ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিপিএএম ইউকের কোষাধক্ষ্য রেজওয়ান রউফ ও শিপার আহমদ দ্বয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা গাজায় ইসরাইলের বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানান।
উল্লেখ্য, মৌলভীবাজারের উদীয়মান ক্রিকেটারদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশ ও মৌলভীবাজারকে তুলেধরার লক্ষ্যে ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের (সিপিএএম ইউকে) ২০১৫ইং সালে গঠন করা হয়। এছাড়াও সিপিএএম ইউকে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.