প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
মোদি একজন মহান নেতা: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন মহান নেতা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সোমবার (২১ এপ্রিল) মোদির সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ভ্যান্স। চারদিনের এই রাষ্ট্রীয় সফরে সোমবার রাতেই মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেন, আজ সন্ধ্যায় মোদির সঙ্গে সাক্ষাৎ করা ছিল সম্মানের। তিনি একজন মহান নেতা এবং তিনি আমার পরিবারের প্রতি অবিশ্বাস্যভাবে স্নেহশীল ছিলেন।
ভারতের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতা জোরদার করার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে উম্মুখ হয়ে আছি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মোদির সঙ্গে ভ্যান্সের রুদ্ধদ্বার বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই আগাম বাণিজ্য চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিকে মোদি এবং ভ্যান্স দুইজনই স্বাগত জানিয়েছেন। বাণিজ্য এবং শুল্কই ছিল দুইজনের আলোচ্যসূচির শীর্ষে।
ভ্যান্সের এই সফর কূটনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রাম্পের নতুন শুল্কনীতির আবহে। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হলে তা বিশ্বের বৃহত্তম পণ্য প্রস্তুতকারক চীনের সঙ্গে তাদের বাণিজ্য যুদ্ধের ধাক্কা কিছুটা হলেও কমাতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রকে।
ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে, জুলাই মাসের শেষের মধ্যেই এ বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.