আজ বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনায় কার্নি 

editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ
নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনায় কার্নি 

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
তিনি বলেছেন, ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে নিতে পারে। কিন্তু এটি কখনোই হবে না। নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি এসব মন্তব্য করেছেন।
কার্নি বলেছেন, গত কয়েক মাস ধরে আমি সতর্ক করছিলাম যে যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ এবং আমাদের দেশ দখলে নিতে চায়।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো একীকরণের সম্পর্ক এখন শেষ। আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি। আমাদের এখন একে অপরের যত্ন নিতে হবে, বলেন মার্ক কার্নি।
আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন উল্লেখ করে কার্নি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে দুটি সার্বভৌম ও স্বাধীন দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
তবে কানাডার সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে বলে সমর্থকদের সতর্ক করেছেন তিনি। কার্নি বলেন, কানাডার সামনে যা মুখোমুখি হতে যাচ্ছে তা হবে কঠিন।
প্রধান পরিবর্তনগুলো সবসময় উদ্বেগের হয় বলে উল্লেখ করেছেন তিনি। তবে কানাডার সকল নাগরিকের প্রতি তার বিশ্বাস আছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। কার্নি বলেছেন, কানাডার শক্তি নিহিত রয়েছে ঐক্য এবং একত্রে কাজ করার মধ্যে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে। তবে কার্নির দল ৩৪৩ আসনের হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
কানাডার পাবলিক সম্প্রচারমাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয় পেয়েছে। নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে ১৪৯ আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসন পেয়েছে।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যেকোনও দলকে ১৭২টি আসনে জয় পেতে হবে। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও মার্ক কার্নিই যে প্রধানমন্ত্রী থাকবেন, তা অনেকটা নিশ্চিত।