প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

প্রধান প্রতিবেদক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে অন্তত নয়জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের।
এক বিবৃতিতে উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরানউল্লাহ বলেছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) জান মুহাম্মদ জানিয়েছেন, জেলা সদর হাসপাতালে ওয়ানায় আহত ১৬ জন চিকিৎসাধীন।
এর আগে ডেপুটি কমিশনার নাসির খান বলেছেন, পিস কমিটি কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।
দেশটির পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।
থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক বেড়েছে।
গত বছরের ডিসেম্বরের মাসের তুলনায় ৪৩ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.