টাইমস নিউজ
ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকার পথচলা ছোট পর্দা দিয়ে শুরু হলেও শাকিব খানের ‘প্রিয়তমা’ ও দেবের ‘কিশোরী’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘খাদান’ সিনেমার মাধ্যমে টালিউডেও তার অবস্থান শক্ত হয়েছে।
নায়িকার এ সিনেমাও ব্লকবাস্টার। এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।
এখন শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তবে তাদের সঙ্গী ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও। দুজনের পাহাড়ের ওপর কাটানো কিছু মুহূর্তের ছবি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেনের প্রশ্ন ইধিকা কি প্রেম করছেন তথাগত ঘোষের সঙ্গে?
এর আগে তথাগত ঘোষের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। যেমন অনুষা বিশ্বনাথন ও প্রিয়াংকা সরকার। তবে কখনো তারা সরাসরি এসব সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তথাগত ও অনুষা একসঙ্গে বেশ কিছু জায়গায় ক্যামেরাবন্দি হয়েছেন। আর এখন নতুন প্রেমের গুঞ্জন উঠেছে ইধিকা নিয়ে। তবে ইধিকা নিজের প্রেম জীবন নিয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.