আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নূর হোসেন

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ণ
নূর হোসেন

Sharing is caring!

জুলফিকার শাহাদাৎ

 

রক্তগোলাপ, রক্তগোলাপ, রক্ত কই
পাপড়িগুলো রক্তরাঙা, রক্তবই।
রক্ত কেন, রক্ত কিসের
কোথায় পেল এই যে গোলাপ রক্তজল!
রক্ত নিয়ে রক্তগোলাপ, কিসের ছল।
রক্ত তো নয়, রক্তরাঙা এক ছবি
সাহস এবং দ্রোহের পিদিম এক কবি
সেই সে কবি ধন্যমায়ের পুন্যলোক
ঘরে ঘরে নূর হোসেনের জন্ম হোক।