টাইমস নিউজ
ক্যাটাগরি বিভক্ত করায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা সোমবার (১৭ ফেব্রুয়ারি) শাহবাগ মোড় অবরোধ করে। দুপুরের দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থা নেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের আহতরা ও তাদের পরিবারের সদস্যরা আহতদের চিকিৎসা সুবিধায় বৈষম্যের প্রতিবাদে দুপুর থেকে মোড়ে ভিড় করতে থাকে। পুলিশ তাদের প্রধান সড়ক থেকে পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যার্থ হন। এতে সড়কে অনেক যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সরকার জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা করার জন্য এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। সি ক্যাটাগরির অধীনে থাকা ভুক্তভোগীরা পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান। আহত সবার জন্য সমান চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিক্ষোভ পালন করে তারা। তারা প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় আহতদের মাসিক ভাতা প্রকল্পের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে সরকার তাদের শহীদ ও আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নিহত ও আহদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.