টাইমস নিউজ
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়ে বলেছেন, ‘যতটুকু সংস্কার প্রয়োজন তা অতি দ্রুত সময়ের মধ্যে করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু।’
শুক্রবার (২১ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এমএন একাডেমি স্কুল মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা এ দেশের একটি ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাদের ওপর বাংলাদেশসহ সারা বিশ্বের ভরসা রয়েছে। আমরাসহ সবাই চাই, আপনারা সফল হোন। কিন্তু আপনাদের সফলতা তখনই হবে, যখন আপনারা সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে একটা সুষ্ঠু নির্বাচনেরও ব্যবস্থা করবেন। একটি সুষ্ঠু নির্বাচন– একজন মানুষের ভোট দেওয়ার অধিকার ও মৌলিক অধিকার। আর এই সংস্কারের অংশকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে।
‘এখন সংস্কারের সঙ্গে সঙ্গে মানুষের যে প্রধান মৌলিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটি প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা একটি দুর্নীতিমুক্ত সংসদ পাবো। আর সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কথা বলবেন, দেশের জন্য কথা বলবেন।’
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন– জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।
সভা শেষে মরহুম কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.