রেশিয়া খান
প্রতিদিন আসে নুতন করে কিছু নিয়ে নিত্য চলার পথে I আর আমরা সবাই সুন্দর করে কত ভাবে মানিয়ে নেয়ার চেষ্টা করি প্রতিটি সকাল বিকাল ভালো থেকে ভালো রেখে পরিবারের সদস্যদের আশেপাশের লোকজন দের কে নিয়ে I আমরা এই শিক্ষা নিয়ে চিন্তা নিয়ে বড় ও হয়েছি হাজার কষ্ট হলেও নিজের চেয়ে বেশি গুরুত্ব রাখি অন্যের জন্য I সে যেই হোক, কখনোই আমার জন্য কারো এতটুকু ক্ষতি কিংবা কষ্ট হউক চাই না I
সবসময় নিজের ন্যায্য থেকে সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নেই অন্যের ভালো চিন্তা করে I তার জন্য আমি এতোটুকু আফসোস করি না শুধু মাঝে মাঝে অসুস্থ সমাজ ও অসুস্থ বিবেকের পরিণতি দেখে আফসোস হয় I
এই বিবেকহীন সমাজে নিজেকে মাঝে মাঝে বেমানান বেশ অপ্রস্তুত ও অনুভব করি I তবে আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া যে ভাবে আল্লাহ আমাকে রাখছেন I
হিংসা মানুষ কে ধ্বংসের দিকে ঠেলে দেয় আমি খুব খুশী এই ভেবে এই হিংসা রোগে আক্রান্ত আমি কখনো ছিলাম না আল্লাহ হেফাজতে রাখার মালিক বাকিটা জীবন I
জীবন আমাদের একটাই এই এক জীবনে কতো আর করবো! যা করেছি তাতে সন্তুষ্ট আমি আর যা আমি করতে পারি নি তা নিশ্চয়ই আমার ক্ষমতা নেই I তাই বলে আফসোস করবো? কিংবা অন্যের ভালো কাজের প্রতি হিংসা করবো কখনোই এই গুলি ঠিক না I আমি অনেক গর্ব বোধ করি অন্যের কাজের সফলতার এবং খুব আনন্দিত হই I আমার ভালো লাগে প্রতিভাবানদের প্রতিভার বিকাশ দেখে আমি মুগ্ধ মনে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মনে মনে I
গতকাল শুক্রবার বড় ছেলের বাসা থেকে জুম্মl পড়তে গিয়েছিলাম, খুব কম বয়সী ইমাম খুতবা দিলেন যা আমাকে বিষম আন্দোলিত করেছে I
আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান বুদ্ধি এবং দিল হার্ট দিয়ে পাঠিয়েছেন I যদি নিজেকে চাই একটা জায়গায় নিতে আমরা পারি কিংবা পারবো I
তার জন্য দরকার মস্তিস্কের মানে চিন্তা ভাবনা ও হার্ট থেকে একসাথে চাওয়া I কথাটা সত্যিই আমার মনে অন্য রকমের এক অনুভূতি সৃষ্টি করে দিলো ভালো লাগলো l কথা গুলি মনে হলো আমার মনের কথা I
জীবনের স্তরে স্তরে সময়ের সাথে জীবনকে দেখেছি কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি, যুদ্ধ করে করে জয় করেছি I সেই যুদ্ধের মাঠে কত ভাবে ছিটকে পড়েছি উঠে দাঁড়িয়ে আবারো সাহসী যোদ্ধা হিসেবে এগিয়ে গেছি কই ভয় তো পাই নাই I জীবন থেকেই জীবনকে শিখেছি চিনতে I
আমার ভালো লাগে কঠিন পথে হাঁটতে সহজ ভাবে কিছু অর্জনে আনন্দ থাকেনা আমার বিশ্বাস তাই বাস্তব জীবনের সার্থকতা পরিশ্রম করে অর্জন I
এই নিঃশব্দ বেদনার অনুভূতি ও আর্তনাদ আমার সুস্থ সমাজ ফিরে পেতে চাই সুস্থ বিবেক জাগ্রত হোক এই আমার বাসনা ছোট্ট হৃদয়ের I
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.