রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তাঁর মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান রাতে অগ্নিকুণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানা থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
[video width="848" height="478" mp4="https://www.redtimes.com.bd/wp-content/uploads/2024/12/VID-20241208-WA0023.mp4"][/video]
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.