টাইমস নিউজ
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন সভানেত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আফরোজা হেলেন। তাঁর সঙ্গে রেডটাইমসের পক্ষ থেকে সম্প্রতি মত বিনিময় করেছেন রেডটাইমসের সিনিয়র সাব এডিটর ও প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা ।
আফরোজা হেলেন দেশে-বিদেশে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার অধিকারীনি । বিশেষতঃ শিক্ষা, সমাজসেবা এবং প্রশাসনিক ক্ষেত্রে তাঁর রয়েছে বিস্তর অভিজ্ঞতা । পুনাকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সমাজসেবায় অবদান রাখতে বদ্ধপরিকর, নবনিযুক্ত আইজিপি ডাঃ বাহারুল আলম বিপিএম মহোদয়ের এই সহধর্মিণী।
আফরোজা হেলেন বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছিলেন । নিয়েছিলেন জীবনের ঝুঁকি । তাঁর স্বামী ছিলেন মহাখালীতে আইসিসিডিআরবি হাসপাতালের প্রধান । তিনিও আহত ছাত্রদের সেবা করেছেন , সহযোগিতা করেছেন নানা ভাবে।
প্রিয়াংকার লেখা ছোটদের বই "মেঘ পরী" হাতে দিতেই মধুর হাসি দিয়ে আফরোজা হেলেন বললেন সভাপতি হবার পর এটাই প্রথম উপহার পেলাম।
আফরোজা হেলেন বিভিন্ন খাতে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রাখছেন । যার মধ্যে রয়েছে শিক্ষা, চিকিৎসা, সমবায় এবং মাইক্রো-ক্রেডিট ব্যবস্থপনা।
তিনি বর্তমানে নর্দান ইউনিভার্সিটির চীফ অফ অপারেশনস এন্ড অ্যডমিনের দায়িত্ব পালন করছেন । এর আগে তিনি নাইটিংগেল মেডিক্যাল কলেজ হাসপাতালের এডমিনিষ্ট্রেটিভ ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। অবদান রেখেছেন স্কলাস্টিকা স্কুলের ম্যানেজার এডমিনিষ্ট্রেশন হিসেবে। মিল্কভিটা ঢাকার প্রশাসনিক ও আর্থিক পরিচালক ছিলেন তিনি । এছাড়াও বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।
নিউইয়র্কের ম্যানহাটনে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি । অবদান রেখেছেন গুড গভর্ন্যান্স টিএমএসএস এর পরিচালক হিসেবে। এছাড়াও তিনি মাইলস্টোন স্কুলের প্রশাসনিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ।
দুটো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুনাকের নতুন সভানেত্রী। একটি হলো “আয়েশা নিজাম ফাউন্ডেশন”। অন্যটি “টোটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোআপারেটিভ সোসাইটি “।
বিদুষী এই পুনাক সভানেত্রী ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপরে তিনি আইন বিষয়ে ব্যচেলর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও আইবিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.