আজ শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিংসা নয় ভালোবাসা দিয়ে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো

editor
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ০৫:২২ অপরাহ্ণ
হিংসা নয় ভালোবাসা দিয়ে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো

Sharing is caring!

রেশিয়া খান

জীবন এক বহতা নদীর মতো । বিরামহীন গতিতে চলে যায় লাগাম ছাড়া ভাবে I
সময়ে জীবনের মোড় কতো দিকে নিয়ে যায় মন্ত্র তন্ত্র ভাবে আমরা ও যখন যেখানে যেভাবে পারি হাসি কান্না বুকের ভিতরে রেখে চলি I আমাদের পৃথিবী অনেক বড় কিন্তু জীবন অনেক ছোট ও ক্ষণস্থায়ী ,তার মধ্যে কতো আশা আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন ভাবে চাওয়া পাওয়া একেক জনের আরেক জনের থেকে থাকে আলাদা চিন্তা ভাবনা I
প্রতিটি মানুষের তার নিজস্ব পরিচয় নিয়ে তার নিজস্ব স্বপ্ন দেখে বেঁচে থাকার অবলম্বন খোঁজে বেড়ায় I আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকা কঠিন বাস্তবতা যদিও সহজ হয় না অনেক সময় I তবু মানুষ হিসাবে সম্মান, সম্পদ ভালো থাকা সম্মান রক্ষা করা কিংবা সম্মান অর্জন করতে সবসময় চেষ্টা করি I তাছাড়া এগিয়ে যাওয়ার সামনের দিকে সবাই স্বপ্ন দেখি এটাই স্বাভাবিক আমাদের I কিন্তু আমরা নিজেকে এগিয়ে নিতে গিয়ে যেন অন্যের ক্ষতি না করি অন্যকে ছোট করি না এইদিকে খেয়াল রাখে চলি I
পৃথিবীতে তোমার মেধা দিয়ে কর্ম দিয়ে যা পারো করো বড় হয় কিন্তু অন্যকে ছোট করে নয় I এই মনোভাব নিয়ে কেউ বড় হওয়া যায় না হলে ও খুবই ক্ষণিকের তরে হয় I
ভালো সুন্দর মনের খুব অভাব এই সমাজে চারিদিকে মুখোশধারী  মানুষের বিচরণ । শুধু নিজেকে নিয়ে ব্যস্ত I তবে হ্যাঁ তাতে ও ক্ষতি নাই শুধু অন্যের কাজের প্রতি হিংসা করো না ক্ষতি করো না তাকে সহায়তা নাই যদি করতে পারো , এই টুকু মনে রেখো তোমার দ্বারা তার ক্ষতি যাতে না হয় I
যতো পারো বড় হও সবার যার যার মতো করে আকাশ ছুঁয়ে নিতে পারো তোমার মেধা কাজে লাগিয়ে অভিনন্দন সাধুবাদ জানাই আমরা একে অন্যকে I
আমরা সবাই মানুষ ভুল ত্রুটি আমাদের আছে থাকবে কেউই আমরা ভুলের ঊর্ধ্বে নয় I আমরা চেষ্টা করবো আমাদের ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে ভুল থেকে বেরিয়ে আসার হিংসা থেকে বেরিয়ে আসতে তাহলে সমাজে আমরা সুন্দর সুষ্ঠু শান্তির জায়গা গড়তে পারবো I
সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী যদি আমার লিখা পড়ে কেউ কষ্ট নিন I
বিশ্বাস করুন আমি কাউকে উদ্দেশ্য করে লিখি নাই একেবারেই চারিদিকে পারিপার্শ্বিক অবস্থা আমাকে বিষম কষ্ট দেয় মাঝে মাঝে ,অনুভূতি আবেগের জায়গা থেকে আমার এই জেনারেল ভাবে লেখা I বাস্তব জীবনের আজকের সমাজে যা দেখি সত্যিই আমি অবাক না হয়ে পারি না I
একে অন্যের প্রতি আরও সহজ ও সুন্দর মন নিয়ে দেখে এগিয়ে চলি সফলতার তখনই সুবাস সুগন্ধি ছড়াবে এবং আনন্দ ভোগ করবেন I
হিংসা নয় ভালোবাসা দিয়ে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো । চলো একসাথে হাতে হাত ধরে I

রেশিয়া খান : লেখক, যুক্তরাজ্যে বাস করছেন ।