প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১:২০ অপরাহ্ণ
লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় বাইক চালক নিহত
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলায় চুনতি ইউনিয়নস্থ জাঙ্গালীয়া এলাকায় আরকান সড়কে উক্ত সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম অন্তর সরকার (৩০)। তিনি ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম। তিনি জানান, উল্লেখিত সময়ে বাইক চালক অন্তর সরকার ও তাঁর সহপাঠী অপরজনকে নিয়ে কক্সাবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলেই বাইক চালক অন্তর সরকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাঁরা উভয়ই সড়কের উপর ছিঁটকে পড়ে যান। এমতাবস্থায় কক্সবাজার অভিমুখী দ্রুতগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে অন্তর সরকারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং একই সময় তাঁর সাথে থাকা সহপাঠী আহত হয়েছেন। ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতকে উদ্ধার করে বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ায় তাঁর নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের টিম এসে নিহত বাইক চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাইওয়ে থানা সূত্রে জানা গেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.