প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ
চরভদ্রাসনে শীত মৌসুমেও সবজির দামে ক্রেতার অস্বস্তি
সজ্জাদ হোসেন ফরিদপুর প্রতিনিধি:
শীত মৌসুমে বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। এতে কমতে শুরু করেছে দাম। তবে এ ফরিদপুরের চরভদ্রাসন খুচরা বাজার দু-একটি সবজির দাম কেজিপ্রতি ৩০ টাকা হলেও বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছু সবজির দাম এখনো ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে।
এতে সবজি কিনতে এখনো অস্বস্তিতে রয়েছে ক্রেতা। তবে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজ, আলু ও ডিমের দাম কমতে শুরু করেছে। মঙ্গলবার উপজেলার কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
চরভদ্রাসন উপজেলার কাঁচাবাজার গুলো ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে ১০০ টাকায়। কেজিপ্রতি করলা ৮০-১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতি পিস ফুলকপি ৩০-৪০ ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। আর প্রতি কেজি নতুন টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, মুলা ৩০ টাকায়, লম্বা বেগুন ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, গাজরের কেজি ৮০ টাকা, ঝিঙা ৬৫-৭০ টাকা, শালগম প্রতি কেজি ৫০ টাকা, পটোল বিক্রি হচ্ছে ৮০ টাকা, আর কাঁচা টমেটো বাজারভেদে প্রতি কেজি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা, শিম (বিচিওয়ালা) প্রতি কেজি ৮০ টাকা, শিম (বিচি ছাড়া) প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা এবং ঢ্যাঁড়স প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.